Wednesday, January 21, 2026
বাড়িখবরলাইফ স্টাইলহৈলেংটা মটরস্ট্যান্ডে বিশেষ স্বাস্থ্য শিবির

হৈলেংটা মটরস্ট্যান্ডে বিশেষ স্বাস্থ্য শিবির

লংতরাইভ্যালী মহকুমার অধীন লংতরাইভ্যালী মহকুমা হাসপাতালের অন্তর্গত ছৈলেংটা মটর স্ট্যান্ডে গত ২৯ মে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । লংতরাইভ্যালী মহকুমা প্রশাসন , লংতরাইভ্যালী মহকুমা আরক্ষা প্রশাসন এবং ১২৪ নং ব্যাটালিয়ান সি আর পি এফ এর যৌথ উদ্যোগে লংতরাইভ্যালী মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই বিশেষ স্বাস্থ্য শিবির করা হয় । লংতরাইভ্যালী মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ দেববীর দাস ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সঞ্জনা দেববর্মা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত সকলকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন । উক্ত শিবিরে এলাকার মোট ২০৫ জন রোগী উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেন । এছাড়াও উক্ত স্বাস্থ্য শিবিরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মোট ৬০ জনকে চক্ষু পরীক্ষা করেন । প্রয়োজন অনুসারে চশমা প্রদান করা হয় । এই স্বাস্থ্য শিবিরে কমিউনিটি হেলথ অফিসার রাজীব সাহা মোট ৩০ জনকে কোভিড -১৯ ভ্যাকসিন টিকা প্রদান করেন । এদিকে লংতরাইভ্যালী মহকুমা হাসপাতালের আয়ুষ্মান মিত্র অমিত কুমার বসাক ও মৌসম বড়ুয়া শিবিরে উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে মোট ২৩ টি আয়ুষ্মান কার্ড তৈরি করেন এবং ১১ টি পরিবারকে আয়ুষ্মান কার্ড তৈরী করার জন্য চিহ্নিত করে আয়ুষ্মান কার্ড প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন । স্বাস্থ্যকর্মীরা উক্ত কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো , মায়েদের আয়রন ফলিক অ্যাসিড টেবলেট খাওয়ানো , হাসপাতালে প্রসব করানো , ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য