ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন এস কে পাড়া হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারের উদ্যোগে লালকুমার পাড়া ও করকুমার পাড়ায় গত ৩০ মে বাড়ি বাড়ি ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচি মোট ২৯২ জনকে ম্যালেরিয়া সনাক্তকরণে আর ডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন । এর মধ্যে জ্বরের রোগী উপসর্গ ছিল মোট ১৩ জনের । তাতে রক্ত পরীক্ষায় কারোর শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । এই কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও অভিজিৎ শুক্ল বৈদ্য , অঙ্গনওয়াড়িকর্মী নলীন প্রভা ত্রিপুরা , আশা ফেসিলিটেটর শিল্পী দেব , আশাকর্মী মনজিতা ত্রিপুরা উপস্থিত ছিলেন । উক্ত শিবিরে বাড়ি বাড়ি পরিদর্শনকালে স্বাস্থ্যকর্মীরা সকলকে ম্যালেরিয়া , ডেঙ্গু ও কোভিড -১৯ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।