Sunday, October 19, 2025
বাড়িখবরলাইফ স্টাইলএস কে পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

এস কে পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন এস কে পাড়া হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারের উদ্যোগে লালকুমার পাড়া ও করকুমার পাড়ায় গত ৩০ মে বাড়ি বাড়ি ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচি মোট ২৯২ জনকে ম্যালেরিয়া সনাক্তকরণে আর ডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন । এর মধ্যে জ্বরের রোগী উপসর্গ ছিল মোট ১৩ জনের । তাতে রক্ত পরীক্ষায় কারোর শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । এই কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও অভিজিৎ শুক্ল বৈদ্য , অঙ্গনওয়াড়িকর্মী নলীন প্রভা ত্রিপুরা , আশা ফেসিলিটেটর শিল্পী দেব , আশাকর্মী মনজিতা ত্রিপুরা উপস্থিত ছিলেন । উক্ত শিবিরে বাড়ি বাড়ি পরিদর্শনকালে স্বাস্থ্যকর্মীরা সকলকে ম্যালেরিয়া , ডেঙ্গু ও কোভিড -১৯ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য