Saturday, August 9, 2025
বাড়িখবরলাইফ স্টাইলআগুন দামের বাজারে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলো ভি মার্ট

আগুন দামের বাজারে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলো ভি মার্ট

যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সেখানে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলো ভি মার্ট শপিং মল। বুধবার ধামাকাদার এই অফার দিচ্ছে রাজধানী আগরতলা শকুন্তলা রোড স্থিত ভি মার্ট শপিং মল। যেখানে পাওয়া যাচ্ছে 10 কেজি আটা শুধুমাত্র 320 টাকায়, 1 কেজি মসুর ডাল 99 টাকায়, একটি পাস্তা কিনলে আরেকটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, একটি টমেটো ক্যাচাপ কিনলে আর একটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া একটি প্রেমিয়াম টি কিনলে আরেকটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, একটি লিকুইড ডিটারজেন্ট কিনলে আরেকটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি ম্যান্স, লেডিস, কিডস জামাকাপড় কিনলে থাকছে আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ডাফেল বাগ এবং ডিনার সেট পাওয়া যাবে শুধু মাত্র 99 টাকায়। বলা চলে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে ভি মার্ট শপিং মলের এই উদ্যোগ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য