দক্ষিণ জোলাইবাড়ির ৩ বছরের শিশু ঋত্বিকা বিশ্বাসের সফলভাবে ককলিয়ার ইমপ্লান্ট সম্পন্ন হয়েছে । গত ২৭ মে আশরতলার রেফারেল হাসপাতাল আইএলএস হাসপাতালে এই সফল অপারেশন সম্পন্ন হয় । ঋত্বিকা বিশ্বাস কানে শুনতে পেতনা । জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তগম্ভত রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষা করে ঋত্বিকার এই অসুবিধার কথা জানতে পারেন । তারপরই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে চিকিৎসক ডা . গৌরব সরকারের তত্ত্বাবধানে ঋত্বিকাকে পাঠানো হয় স্টেট রেফারেল হাসপাতাল আইএলএস – এ । সেখানে গত ২৭ মে ঋত্বিকার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে । ঋত্বিকা এলন ভাল আছে । তার পরিবারের সদস্যরাও অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এই সংবাদ জানানো হয়েছে ।