বকাফা ব্লক প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । রক্তদান শিবিরের উদ্বোধন করেন বকাফা বিএসির চেয়ারম্যান গৌরী শঙ্কর রিয়াং । উপস্থিত ছিলেন বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস , এমডিসি সঞ্জীব রিয়াং , বিডিও রূপম দাস ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজের প্রধান , উপপ্রধান , চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ । রক্তদান শিবিরে ৩৪ জন রক্তদান করেন ।