Wednesday, February 12, 2025
বাড়িখবররাজ্যকৈলাসহরে জৈব সার উৎপাদন ও ব্যবহার নিয়ে কৃষকদের সাথে মতবিনিময়

কৈলাসহরে জৈব সার উৎপাদন ও ব্যবহার নিয়ে কৃষকদের সাথে মতবিনিময়

কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে গতকাল জৈব সার উৎপাদন ও ব্যবহার নিয়ে কৃষকদের সাথে কৃষি বিজ্ঞানীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভার উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস । সভাপতিত্ব করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় । স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী বিশ্বজিৎ বল । মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধন করে জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস বলেন , পরিবেশ সুরক্ষায় জৈব সারের ব্যবহার প্রয়োজনীয় হয়ে উঠেছে । খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও জৈব সারের ভূমিকা রয়েছে । মতবিনিময় অনুষ্ঠানে কৃষকদের সাথে জৈব সারের ব্যবহার নিয়ে আলোচনা করেন ডা . সঞ্জীব সিনহা , প্রতাপ চন্দ্র দাস , জেলা উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ কার্যালয়ের উপঅধিকর্তা শ্রীনাথ বৈদ্য , মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরী প্রমুখ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে , চন্ডিপুর ব্লকের বিডিও এল তুচাঙ , জেলা প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের উপঅধিকর্তা ডা . সমীরণ সিনহা । মতবিনিময় অনুষ্ঠানে ৪ জন কৃষকের হাতে ভার্মি কিট ও ভার্মি ওয়ার্ম তুলে দেওয়া হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য