Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমনুভ্যালীতে একটি স্বাস্থ্য শিবির

মনুভ্যালীতে একটি স্বাস্থ্য শিবির

ঊনকোটি জেলার সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত মনুভ্যালীর জীবনটিলাতে গত ২ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৫০ জন এলাকাবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন । শিবিরে সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ রোগীদের স্ক্রিনিং করেন ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদাণ করেন । এদের মধ্যে ৫ জন জ্বরের রোগী , ১ জন ডায়ারিয়ার রোগী , ৫ জন চিকেন পক্স এবং ৩৯ জন অন্যান্য রোগী ছিলেন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীগণ গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , ডায়ারিয়া , ম্যালেরিয়া রোগ প্রতিরোধের উপায় ও টিবি রোগ সনাক্তকরণের জন্য দুই সপ্তাহ বা তার বেশি জ্বর , কাশি , ওজন কমতে থাকা ও রাতে ঘাম হলে কফ্ পরীক্ষা করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন । তাছাড়া কুষ্ঠ রোগ সম্পর্কেও আলোচনা করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় । শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা , গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা , কোভিড -১৯ টিকা গ্রহণ , রক্তাল্পতা রোধে আয়রন টেবলেট সেবন ও আয়রনযুক্ত খাবার খাওয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য