Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলচন্ডীপুর উপস্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়ার ব্লাড স্লাইড কালেকশন

চন্ডীপুর উপস্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়ার ব্লাড স্লাইড কালেকশন

ঊনকোটি জেলার সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন চন্ডীপুর উপস্বাস্থ্যকেন্দ্রে গতকাল জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সচেতনতামূলক কর্মসূচির আওতায় ম্যালারিয়ার ব্লাড স্লাইড কালেকশন করা হয় । এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন । ৩ জনের পরীক্ষা করা হয় । অবশ্য কাউকে পজিটিভ পাওয়া যায়নি । এক ই সাথে পত বাহিত রোগ কি , কিভাবে ছড়ায় , কিভাবে সনাক্ত করা যায় , প্রতিকার , রোগ হলে কি করা উচিত , নিয়মিত ঘুমানোর সময় মশারী ব্যবহার করা , সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা , পতঙ্গবাহিত রোগের কুফল ও হানিকারক দিকগুলি সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয় । ম্যালেরিয়া , ডেঙ্গু , জাপানিস এনকেফেলাইটিস ইত্যাদি সমস্ত রোগের সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য