Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমহেশপুর পাড়ায় স্বাস্থ্য শিবির ও তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মা ও শিশুদের টিকাকরণ

মহেশপুর পাড়ায় স্বাস্থ্য শিবির ও তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মা ও শিশুদের টিকাকরণ

উত্তর জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে গত ৩০ মার্চ মহেশপুর পাড়ায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে এলাকার মোট ১৫১ জন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন । এর মধ্যে জ্বরের রোগী ছিলেন ১০ জন , শ্বাসযন্ত্রের সমস্যা ছিলেন তিনজনের , পেটের অসুখ ছিল ১২ জনের এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । এরমধ্যে জ্বরের উপসর্গ থাকা সকলকে ম্যালেরিয়া শণাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের পরীক্ষা করা হয় । তাতে কারোর শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । স্বাস্থ্যকর্মীরা এই শিবিরে উপস্থিত সকলকে ম্যালেরিয়া প্রতিরোধে ঘুমানোর সময় মশারী ব্যবহার , বাড়ির আশপাশ পরিষ্কার – পরিচ্ছন্ন রাখা ও জ্বর থাকলে হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করা এবং কোভিড -১৯ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক , এমপিডব্লিও ও আশাকর্মীরা অংশগ্রহণ করেন । পরিশেষে উপস্থিত সকলকে প্রয়োজন অনুসারে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । এদিকে ঐদিন তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমসিএইচ ক্লিনিকে এক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে নয়জন গর্ভবতী মা ও ১৫ জন শিশুকে টিকাকরণ করা হয় । স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি শিশুদেরকে ও গর্ভবতী মায়েদের নিয়মিত টিকাকরণের গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ নিশ্চিত করা , জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম ও আয়ষ্মান ভারত প্রকল্পের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন । তাছাড়া কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে এমপিডব্লিও এবং এলাকার আশাকর্মীরা উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য