Sunday, April 27, 2025
বাড়িখবরলাইফ স্টাইলএভারেষ্ট চূড়ার কাছাকাছি রাজ্যের যুবক অরিত্র

এভারেষ্ট চূড়ার কাছাকাছি রাজ্যের যুবক অরিত্র

সংবাদ প্রতিনিধি ২০ এপ্রিল: রাজ্যের গর্ব আগরতলার (বাধারঘাট) ছেলে অরিত্র রায় এভারেষ্টের কাছাকাছি।
রবিবার দুপুরের আগেই নেপাল হিমালয়ের ২০,১০০ ফুট উচ্চতায় মাউন্ট লোবুচে শৃঙ্গ জয় করে সে। দীর্ঘ্য সময় প্রকৃতির সাথে যুদ্ধ করে হার না মানা অদম্য জেদকে বাস্তবায়িত করল। সবাই তাঁকে আশীর্বাদ করুন এবং প্রার্থনা করবেন সে যেন এই বিশ্বের সুউচ্চ শৃঙ্ঘ্ জয় করে স্বশরীরে রাজ্যে এবং আমাদের হৃদয়ে ফিরে আসতে পারে। স্বপ্ন সফল হউক অরিত্রের, শুভ কামনা রইল। এভারেষ্ট জয়ের খাতায় এই প্রথম রাজ্যের নাম স্বার্নাক্ষরে লিখা থাকবে তাঁর জয়ের দুঃসাহসিক বিরল কাহিনী। অরিত্র রায়ের বিশ্ব চূড়া (২৯০৩৫ ফুট) জয়ের সফলতা কামনা করেন রাজ্যের অন্যতম পর্বতারোহী প্রনব অখণ্ড। তাছাড়া অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। প্রসঙ্গত গত ১৬ই মার্চ আগরতলা থেকে বাই সাইকেলে জাতীয় সড়ক ধরে জলপাইগুড়ি হয়ে কালবৈশাখী ঝড়কে হার মানিয়ে দির্ঘ্য পথ অতিক্রম করে এভারেষ্ট বেস ক্যাম্পে পৌঁছেছে কয়েকদিন আগেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য