Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলগৌরনগরের পূর্ব ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতে আয়ুষ চিকিৎসা শিবির

গৌরনগরের পূর্ব ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতে আয়ুষ চিকিৎসা শিবির

আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্য আয়ুষ স্বাস্থ্য মিশনের উদ্যোগে ও ইরানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনায় গত ২৬ মার্চ গৌরনগর ব্লকের পূর্ব ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয় একদিনের আয়ুষ চিকিৎসা শিবির । গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নারায়ণ সিং , গ্রামপ্রধান হদিশ মিয়া ও জোনাব আলি শিবিরে উপস্থিত ছিলেন । শিবিরে গ্রামের ১০৫ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন । শিবিরে ইরানী প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আয়ুষ চিকিৎসক ডা . সৌম্যজিৎ গুহ রোগীদের স্ক্রিনিং করেন ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন । সম্প্রতি টিলাবাজারেও আয়ুষ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এবং ঐ শিবিরে মোট ১০৮ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য