Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলদক্ষিণ ত্রিপুরা জেলায় মেগা স্বাস্থ্য শিবির

দক্ষিণ ত্রিপুরা জেলায় মেগা স্বাস্থ্য শিবির

দক্ষিণ ত্রিপুরা জেলার লাউগাঙ বুদ্ধমন্দির প্রাঙ্গণে সম্প্রতি এক মেগা স্বাস্থ্য শিবির ও আয়ুষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নম :, মেডিক্যাল অফিসার ডা . তাপস মজুমদার , জেলার ঢিবি আধিকারিক ডা . অরূপ দত্ত , জেলার নোডাল অফিসার ভানুশ্রী চৌধুরী প্রমুখ । শিবিরে ২০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় । তাছাড়াও ব্লাড সুগার , প্রেসার , হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়েছে । শিবিরে আয়ুষ্মান ভারত , অ্যানিমিয়া মুক্ত ভারত , টিবি মুক্ত ভারত কর্মসূচি নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ আলোচনা করেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য