সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন অভিনেতা। আর উত্তর দেন একাধিক প্রশ্নের।দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণার পর থেকেই আমির খানের সঙ্গে বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। আজ জন্মদিন আমির খানের। মুম্বইয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেতার জন্মদিনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন অভিনেতা। আর উত্তর দেন একাধিক প্রশ্নের।বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই কি কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির খান? এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘না, আমাদের এই সিদ্ধান্তের পিছনে কেউ ছিল না। আজও কেউ নেই।’ তিনি আরও বলেন, ‘কিরণ আর আমি এককথায় একটা পরিবার। কিন্তু আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে কিছু বদল আসে। আর আমরা তাই বিবাহের রীতিকে সম্মান জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করি। যাই হোক, আমরা চিরকাল একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে কাজও করছি। আমরা একে অপরের ঘনিষ্টও। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়। যৌথভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরই বিবাহবিচ্ছেদের ঘোষণা করি।’জন্মদিনে তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের কাছ থেকে কী উপহার পেলেন, সে সম্পর্কেও জানিয়েছেন অভিনেতা। আমির খান বলেন, ‘আমি সাধারণত কিরণকে জিজ্ঞাসা করে থাকি যে, কিরণ তুমি তো আমাকে সবথেকে ভালো করে চেনো, তুমি কি আমায় বলতে পারো, আমাকে মানুষ হিসেবে আরও উন্নতি করতে কী কী জিনিস বদলাতে হবে? আমি এখন জীবনের যে পর্যায় দিয়ে যাচ্ছি, তার জন্য নিজের উন্নতি করতে আমাকে কী কী করতে হবে? তুমি কী অনুভব করো, আমার খামতিগুলো পূরণ করতে, আমার দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে আমার কী কী করা দরকার? কিরণ আমাকে ১০ থেকে ১২টা জিনিসের একটা তালিকায় তৈরি করে দেয়। আর আমি সেগুলো লিখে নিই। এটাই আমার জীবনের সবথেকে সেরা জন্মদিনের উপহার।’