Sunday, October 20, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমাথায় যন্ত্রনা হলে কি করে বুঝবেন তা মাইগ্রেন কি না

মাথায় যন্ত্রনা হলে কি করে বুঝবেন তা মাইগ্রেন কি না

মাইগ্রেনের কষ্ট দিনের সব কাজ পণ্ড করে দিতে পারে। এটি কিন্তু নার্ভের অসুখ। তবে এই অসুখ চিকিৎসায় সারে না, এমনটাও নয়।মাথায় হাতুড়ি মারার মতো যন্ত্রণা। দপদপ ভাব। মাথার একদিক যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেই সঙ্গে অসম্ভব বমি-বমি ভাব। আলোচর দিকে চাইতে না পারা। আওয়াজ সহ্য করতে না পারা। এগুলোই মাইগ্রেনের লক্ষণ। মাইগ্রেনের যন্ত্রণা কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন অবদি গড়াতে পারে। মাইগ্রেনের কষ্ট দিনের সব কাজ পণ্ড করে দিতে পারে। এটি কিন্তু নার্ভের অসুখ। তবে এই অসুখ চিকিৎসায় সারে না, এমনটাও নয়।

কোনও কোনও মাইগ্রেনের রোগীদের কিছু ওয়ার্নিং সাইন থাকে। একে বলে অরা। মাথা যন্ত্রণা শুরু হওয়ার আগেই তা মালুম পড়ে। কী কী লক্ষণ –
চোখের মধ্যস্থল থেকে যন্ত্রণা
মাথা যন্ত্রণা
চোখে আলোকবর্তিকা দেখা
মুখের মধ্যে ঝনঝনিয়ে ওঠা
মাইগ্রেনের যন্ত্রণা কয়েক ঘণ্টা থেকে মাসের ১৫ দিন অবধি ভোগাতে পারে।

মাইগ্রেনের চিকিৎসা কী ?
কিছু কিছু ওষুধ অত্যন্ত কাজে লাগে। কিছু কিছু ক্ষেত্রে টানা চিকিৎসার দরকার। লক্ষণের গুরুত্ব ও কত ঘন ঘন হয় এই অসুখ, তার উপর নির্ভর করে হয় ট্রিটমেন্ট। যাঁদের ক্রনিক মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ট্রিপটেন কাজ নাও করতে পারে।

ওষুধের সঙ্গে সঙ্গে জীবনশৈলিতে কিছু পরিবর্তনও মাইগ্রেন থেকে মুক্তি দিতে পারে। মাইগ্রেন রিসার্চ ফাউনডেশন -এর মতে, মাইগ্রেন এই মুহূর্তে দেশে দাপুটে রোগ গুলির মধ্যে তৃতীয়। বিশ্বে যে রোগগুলো একজনকে অক্ষম করে দিতে পারে, সেগুলির মধ্যে ষষ্ঠ। ডব্লিও এইচ ও – এর মতে, মাথা যন্ত্রণা নার্ভের অসুখগুলির মধ্যে বশ কমন। কিন্তু অনেকেই এই রোগকে অবহেলা করেন। যেহেতু মাইগ্রেনে কারও মৃত্যু হয় না, বা মাইগ্রেন সংক্রামক নয়, তাই হয়ত এই অসুখকে অনেকেই তেমন গুরুত্ব দেন না, কিন্তু দুর্বিসহ কষ্ট পান। কী কী টেস্ট করানো যায় মাইগ্রেন হলে –


সিটি স্ক্যান
চোখের পরিক্ষা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য