বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই জানুয়ারি……নেশা মুক্ত ত্রিপুরা” ও নেশা মুক্ত খোয়াই মহকুমা গড়তে খোয়াই পুর পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং খোয়াই ফুটবল এসোয়েশনের ব্যবস্থাপনায় খোয়াই মহাকুমা ভিত্তিক প্রতিযোগিতামূলক ফুটবল খেলার উদ্বোধন হয় শনিবার বিকেল ২ টা ৩০ মিনিটে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেতিক ফুটবল খেলার মাঠে। এই ফুটবল টুর্নামেন্টে মহকুমা এলাকার আট টি দল অংশগ্রহণ করছে। গত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা খোয়াই সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করে গেছেন। এই মাঠে এই প্রথম বারের মতন মহকুমা ভিত্তিক প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। এই দিন আনুষ্ঠানিকভাবে মহকুমা ভিত্তিক ফুটবল খেলার উদ্বোধন হয়ে যায়। এই খেলার পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের স্পোর্টস্ এন্ড কালচারাল কমিটির সভাপতি পীযূষ কান্তি দাস চৌধুরী,খোয়াই জেলা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার পদ্মরাম জমতিয়া সহ পুর পরিষদের সমস্ত কাউন্সিলরা। উদ্বোধনের দিন এই মাঠে দুটি খেলা হবে। প্রথমার্ধে মাঠে খেলতে নামে খোয়াই চা বাগান বনাম খোয়াই আর ডি ব্লক। দ্বিতীয় খেলাটি হবে সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশন বনাম টি আর কে এস এরমধ্যে। খেলা শুরুর আগে মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিরা সমস্ত প্লেয়ারদের সাথে করমর্দন করে পরিচিত হন। এবং মাঠে রাখা ফুটবল কে লাথি মেরে এই খেলার শুভ উদ্বোধন হয়। এই দিন ফুটবল খেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বলেন ত্রিপুরাকে নেশা মুক্ত করতে খোয়াই পুর পরিষদ এবং খোয়াই ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এই মহকুমা ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। কারণ বর্তমান সময়ে যুব সমাজ ব্যাপক হারে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের এই নেশাগ্রস্ত থেকে মুক্তি দিতে পারে একমাত্র খেলাধুলা অর্থাৎ শরীর চর্চা। তাই রাজ্যের প্রত্যেকটি এলাকাতে যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ জাগাতে হবে। তাতে দুটি কাজ হবে যতক্ষণ যুব সমাজ খেলার মাঠে মত্ত থাকবে ততক্ষণ তারা নেশার বিষয়টা ভুলে থাকবে। শুধু তাই না খেলাধুলা করলে আস্তে আস্তে সমস্ত নেশা গ্রস্ত যুবকরা সেই নেশার কবল থেকে বেরিয়ে আসতে পারবে। তাই তাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে যাতে করে নেশা ছোবল থেকে তারা মুক্তি পায়। নেশা মুক্ত ত্রিপুরা গরতে সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রাখেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। যদিও এর জন্য রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গরতে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন । সুস্থ জীবন যাপন করতে গেলে সমাজের সমস্ত অংশের যুবকদের শরীরচর্চা করতে হবে। তাতে করে তোদের শারীরিক মানসিক বিকাশ যেমন ঘটবে। তেমনি ভাবে তারা নেশার জগত থেকে দূরে থাকবে। তখনই সব যুবকরা দেশ গড়ার ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্বতা উপহার দিতে পারবে দেশ ও সমাজের জন্য তাই খেলাধুলা করা খুবই জরুরী বর্তমান প্রজন্মের জন্য। যাতে করে তারা বিপথে পরিচালিত না হয়। তাছাড়া খোয়াইয়ের ক্রীড়া মোদী দর্শকরা সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার সুযোগ পাবে। এই বিষয়ে অবশ্য খোয়াইয়ের জনগণ খোয়াই পুর পরিষদ ও খোয়াই ফুটবল এশিয়েশন কে কুর্নিশ জানাতে দ্বিধাবোধ করবেনা।