Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই থানার উদ্যোগে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পুলিশ পেশার...

পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই থানার উদ্যোগে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পুলিশ পেশার কাজের এক অভিনব প্রশিক্ষণ প্রদান করা হয় খোয়াই থানাতে।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৮ই জানুয়ারি……পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই থানার পুলিশ এক অভিনব পদ্ধতির মাধ্যমে বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের পেশায় থেকে সমাজের সেবা করার সময় যে পদ্ধতি অর্থাৎ পুলিশের কাজ করার পদ্ধতি সেই পদ্ধতিগুলি শেখানো হলো এনসিসির ক্যাডারদের এক মহড়ার মাধ্যমে। যাতে করে আগামী দিনে বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীরা পুলিশ পেশায় নিযুক্ত হতে পারে। শনিবার সকাল ১১ টায় খোয়াই থানায় খোয়াইয়ের এক সুনামধন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দুই ঘন্টার জন্য থানার সমস্ত কাজকর্ম নিজ হাতে পরিচালনা করেন। এবং এই কাজগুলি পরিদর্শন করার জন্য উপস্থিত ছিলেন ডি আই জি পি সঞ্জয় রায়, খোয়াইজেলা পুলিশ সুপার রমেশ যাদব, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, মহকুমা পুলিশ আধিকারীক রঙ্গদুলাল দেববর্মা, খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ খোয়াই থানার অন্যান্য কর্মকর্তারা। এই মহড়া অনুষ্ঠানের পরবর্তীতে আগরতলা থেকে আগত পুলিশের ডি আই জিপি সঞ্জয় রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসলে দুই ঘন্টার জন্য ছাত্র-ছাত্রীদের থানার দায়িত্ব প্রদান করা হল। তাতে তারা জানতে পারবে কিভাবে পুলিশের দায়িত্বগুলি পালন করতে হয়। এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কিভাবে গ্রহণ করতে হয় সেগুলি সম্বন্ধে অবগত হয় ছাত্র-ছাত্রীরা। এবং পুলিশ সম্বন্ধে একটা ভালো ধারণা আজকের ছেলে মেয়েদের মধ্যে পড়বে এবং আগামী দিনে পুলিশ এর পেশায় এগিয়ে আসবে ছেলেমেয়েরা তার জন্য এই অভিনব অনুষ্ঠানের আয়োজন। এবং তিনি পরিষ্কার ভাষায় বললেন পুলিশের সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের কাছে এবং সমাজে একটা ভাল বার্তা পৌছাবে এটাই হল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পুলিশের আধিকারিক সঞ্জয় রায় যে সমস্ত ছাত্র-ছাত্রী অর্থাৎ ছেলেমেয়েরা এই মহড়াতে অংশগ্রহণ করেন তাদের ভুয়সি প্রশংসা করেন। এবং তিনি তাদেরকে বাহবা প্রদান করে আগামী দিন পুলিশের পেশায় নিযুক্ত হবার জন্য আহ্বান রাখেন। খোয়াই থানার পুলিশের উদ্যোগে এই অভিনব পদ্ধতিতে শনিবার ছাত্র-ছাত্রী অর্থাৎ ছেলে মেয়েদেরকে পাশাপাশি সমাজকে যে বার্তা প্রদান করার চেষ্টা করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ খোয়াই থানাকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য