Thursday, November 14, 2024
বাড়িখবরখেলাবাধারঘাট স্টেডিয়ামে শিবনাথ দে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

বাধারঘাট স্টেডিয়ামে শিবনাথ দে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

বাধারঘাট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হল দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত শিবনাথ দে স্মৃতি ফাইভ-এ- সাইট ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ।মোট কুড়িটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে ।রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাধারঘাট স্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফাইভ-এ সাইড প্রাইজমানি নক আউট ফুটবল আসরের আয়োজন করা হয়। আজ এবং আগামীকাল অর্থাৎ ৯ এবং ১০ই নভেম্বর দুদিন চলবে এই ফুটবলের আসর। শনিবার ২ দিন ব্যাপী আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়ের মনিকা দাস দও। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব, যুগ্ম সচিব, সহ-সভাপতি এবং ট্রাফিক এসপি মানিক দাস সহ দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা। এদিন এই আসরের উদ্বোধনীর পর বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়ের মনিকা দাস দও বলেন, আগেকার সময়ে শিশুরা মাঠে খেলাধূলা করতো, এই খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে একটা সুন্দর-সুস্থ সম্পর্ক গড়ে উঠতো। এতে করে শিশুরা একটা সুস্থ জীবনের অধিকারী হতো এবং একজন সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতো। কিন্ত বর্তমানে শিশুদের আর মাঠে খেলতে দেখা যায়না। পড়াশোনায় আবদ্ধ হয়ে রয়ে গেছে শিশুদের জীবন। তাই শিশুদের একটি সুস্থ জীবন প্রদানের জন্য পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ প্রদানের জন্য সকল অভিভাবকদের আহ্বান জানান তিনি।

এবারের এই ফুটবল আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করে। আসরে চ্যাম্পিয়নের স্থান অধিকারী দলের জন্য রয়েছে ৮ হাজার টাকা সহ ট্রফি এবং রার্নাস দলের জন্য রয়েছে ৫ হাজার টাকা সহ ট্রফি। এছাড়াও প্রতিটি ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচের’ জন্যও থাকছে পুরষ্কার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য