Saturday, July 27, 2024
বাড়িখবরখেলা২৯-৩০ ডিসেম্বর আগরতলায় দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস

২৯-৩০ ডিসেম্বর আগরতলায় দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস

যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ২৯-৩০ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ বিকেলে ভগৎ সিং যুব আবাসে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দিব্যাঙ্গদের নিয়ে রাজ্যে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে রাজ্যের ৮টি জেলা থেকে ৩৬৪ জন অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ দিবসকে কেন্দ্র করে এই গেমসের আয়োজন করা হচ্ছে। দিব্যাঙ্গরা যাতে বিভিন্ন পরিষেবার সুযোগ পেতে পারেন সেই লক্ষ্যে এই গেমস চলাকালীন সময়ে প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে সুশাসন শিবিরেরও আয়োজন করা হবে। খেলো ত্রিপুরা প্যারা গেমসে শটপাট, ৫০ মিটার দৌড়, রিং থ্রো, লং জাম্প, দাবা, ক্যারাম, টাগ অব ওয়ার, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, দৃষ্টিহীনদের ক্রিকেট ও সেভেন সাইড ফুটবল ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুটি জোনে ভাগ করে ক্রিকেট প্রতিযোগিতা হবে। নর্থ জোনে থাকবে উত্তর ত্রিপুরা, ধলাই, ঊনকোটি ও খোয়াই জেলা এবং দক্ষিণ জোনে থাকবে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য