Sunday, February 23, 2025
বাড়িখবরবাণিজ্যরাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ২০২৪-২৫ সালের শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পেল মেসার্স সোভা...

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ২০২৪-২৫ সালের শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পেল মেসার্স সোভা এন্টারপ্রাইজ

আগরতলা, ত্রিপুরা – রাজ্যের ব্যাবসার জগতে শ্রী রতন দেবনাথ এক উজ্জল নক্ষত্র। আবারও তিনি তা প্রমাণ করে দিলেন ওনার নিজের প্রতিষ্ঠিত প্রতিটি সংস্থার কর প্রদানের মধ্য দিয়ে। প্রজ্ঞা ভবন, আগরতলায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ জিএসটি সচেতনতা অভিযানে, যা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ড:) মানিক সাহার উদ্বোধনে আয়োজিত হয়েছিল, সেখানে শ্রী দেবনাথ-কে ২০২৪-২৫ সালের শ্রেষ্ঠ করদাতা পুরস্কার প্রদান করা হয় তাঁর প্রতিষ্ঠান মেসার্স সোভা এন্টারপ্রাইজ-এর পক্ষ থেকে।

শ্রী দেবনাথ প্রায় প্রতি বছরই উক্ত পুরস্কার ক্রমান্বয়ে ভূষিত হয়ে যাচ্ছেন, কখনও অন্নদা স্পাইস ইন্ডাস্ট্রিজের জন্য, কখনও মেসার্স সোভা এন্টারপ্রাইজের জন্য, আবার কখনও অন্নদা ফার্টিলাইজার্স অ্যান্ড অ্যাগ্রো কেমিক্যালসের জন্য। এবারেও কোন রকম ব্যতিক্রম না ঘটিয়ে আরও একটি পুরস্কারের অধিকারী হন তিনি। ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কর প্রদানের গুরুত্ব ও দায়িত্ব তুলে ধরা এবং সাধারণ ব্যবসায়ীদেরকে কর প্রদানের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করা। এবং শ্রেষ্ট কর দাতা দের পুরষ্কিত করা ।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ড. ) মানিক সাহা রাজ্যের অর্থ মন্ত্রী মাননীয় প্রাণজিত সিংহার উপস্থিতিতে শ্রী দেবনাথের হাতে শ্রেষ্ঠ কর দাতা পুরস্কারটি তুলে দেন। শ্রী দেবনাথ এই পুরস্কার পেয়ে নিজে যেমন আপ্লুত পাশাপাশি ওনার প্রতিটি সংস্থার কর্মীবৃন্দরাও আনন্দিত। তিনি রাজ্য সরকারকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে ওনাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য