Sunday, December 22, 2024
বাড়িখবরবাণিজ্যসানরাইজের আড্ডায় উঠে এলো, দিপালী গোপের সাফল্যের কাহিনী

সানরাইজের আড্ডায় উঠে এলো, দিপালী গোপের সাফল্যের কাহিনী

ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো শুরু হয়েছে সানরাইজ আড্ডা। এই আড্ডা শুরু হয়েছে ২৪ শে জুন থেকে। সানরাইজ আড্ডা শহরের পাশাপাশি রাজ্যের ৩০ টি জায়গায় অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে স্বাবলম্বী দিপালী গোপের আয়ুর্বেদিক কনসেপ্টের কাহিনী । তাছাড়া সেখান থেকে উঠে এসেছে অনেকের সাফল্যের কাহিনী। এরকমভাবে তেলিয়ামুড়া কালিটিলা পাড়া থেকে উঠে আসলো দিপালী গোপের সাফল্যের কাহিনী, সে জানিয়েছে সে বর্তমানে যে আয়ুর্বেদিক কনসেপ্টে কাজ করছে তা ঘর সংসার সঠিকভাবে পরিচালনা করে। তিনি জানিয়েছেন সকালে উঠার আগে আগের দিন প্ল্যান তৈরি করে রাখেন এবং সেই প্লেন অনুযায়ী কাজ পরিচালনা করেন, যেমন স্কুলে বাচ্চাকে পাঠানো থেকে শুরু করে স্বামীকে অফিসে পাঠানো এবং সংসারের কাজ গুছিয়ে তারপর প্লেন মাফিক কাজ পরিচালনা করে গিয়েছেন বলে। তিনি আরো জানিয়েছেন তার সেই কাজে তার পরিবারের সকল সদস্যরা তাকে সহযোগিতা করেছে। পাশাপাশি এই আড্ডায় দিপালী জানায় এই সানরাইজের আড্ডায় এই এলাকায় প্রথম হয়েছে এবং সানরাইজ আড্ডার প্রশংসা করেছেন, যাতে প্রত্যেক বছর এইভাবে বিভিন্ন জায়গায় আড্ডা বসায়। এই রবিবারের সানরাইজ আড্ডায় রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য