Friday, December 27, 2024
বাড়িখবরবাণিজ্যশ্যাম সুন্দর কম জুয়েলার্সে শারদীয় দুর্গোৎসব ও ধনতেরাস উপলক্ষে আয়োজিত মেগা লাকি...

শ্যাম সুন্দর কম জুয়েলার্সে শারদীয় দুর্গোৎসব ও ধনতেরাস উপলক্ষে আয়োজিত মেগা লাকি ড্রপ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক বছরের মত এই বছরেও আয়োজন করেছিল প্রাক পুজোতে শারদীয়া স্বর্ণ সম্ভার এবং প্রাক দীপাবলিতে চমক ভরা ধনতেরাস । বিপুল সারা জাগানো এই উৎসব মুখর আয়োজনের মধ্যে শারদীয়া স্বর্ণ সম্ভার- ৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর এবং চমক ভরা ধনতেরাস- ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর অব্দি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর সব শাখা শোরুমে সফলতার নিদর্শন এ বাস্তবায়িত হয়। দুটি আয়োজনে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি বিশেষ ছাড় এবং ডেইলি লাকি ড্র ও মেগা ড্রয়ের ব্যবস্থা ছিল। আজ ভারত সেবাশ্রম সংঘের সহ-সম্পাদক স্বামী বোধিসত্তানন্দ জি মহারাজ এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রুপক সাহা এর উপস্থিতিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসের সব শাখা শোরুমের মধ্যে মেগা লাকি ড্র এর অনুষ্ঠিত হয়।
মেগা লাকি ড্র এর স্কুটি বিজয়ীরা হলেন—–
১. রঞ্জিত ঘোষ (L -1952) ২.স্বপন বনিক (B-1369)
৩. রুবিয়া দাস(A-1847)
৪. সৌভিক রয় চৌধুরী (N-0665)
৫. চয়ন দাস ( H-1868)
স্বামী বোধিসত্তানন্দ জি মহারাজ এই পর্বে উপস্থিত থাকতে পেরে উনার উৎসাহের কথা জানান ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে উৎসবের মরশুমের পরিসমাপ্তিতে অভিনন্দন জানান। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা সমস্ত ক্রেতা বন্ধু ও লাকি ড্র বিজয়ীদের অভিনন্দন ও শুভ দীপাবলীর শুভেচ্ছা জানান। প্রত্যেক বারের মত এইবারের উৎসবেও সবাই সংস্থার পাশে থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতাও জানান।

  1. স্বপন বনিক (B-1369)
    ৩. রুবিয়া দাস(A-1847)
    ৪. সৌভিক রয় চৌধুরী (N-0665)
    ৫. চয়ন দাস ( H-1868)
    স্বামী বোধিসত্তানন্দ জি মহারাজ এই পর্বে উপস্থিত থাকতে পেরে উনার উৎসাহের কথা জানান ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে উৎসবের মরশুমের পরিসমাপ্তিতে অভিনন্দন জানান। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা সমস্ত ক্রেতা বন্ধু ও লাকি ড্র বিজয়ীদের অভিনন্দন ও শুভ দীপাবলীর শুভেচ্ছা জানান। প্রত্যেক বারের মত এইবারের উৎসবেও সবাই সংস্থার পাশে থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতাও জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য