আগরতলাঃ ২৩ নভেম্বর,২০২৩ : লংতরাই গুঁড়ো মশলা রাজ্যের গৃহিণীদের সম্মান জানিয়ে গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে “লংতরাই গৃহিণী সম্মান-২০২২” নামাঙ্কিত এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় ১০ জন বিজয়িনীকে ২ রাত্রি ৩ দিন মান্দারমনিসহ দীঘা ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য এবং বহিরাজ্য থেকে বহুসংখ্যক গৃহিণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের পছন্দমত প্রিয় মেনুটি লংতরাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে সম্পূর্ণ রন্ধন প্রক্রিয়াটি লংতরাই গুঁড়ো মশলার অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠিয়েছিলেন। আমারা এই ভিডিওগুলি আমাদের ফেসবুক পেইজে আপলোড করার পর সর্বাধিক লাইক, শেয়ার ও ভিওয়ারস্ এর ভিত্তিতে ১০ জন বিজয়ী গৃহিণীকে “লংতরাই গৃহিণী সম্মান ২০২২” -এর পুরস্কার দেব বলে সিদ্ধান্ত গ্রহণ করি। এই ১০ জনের মধ্যে আমাদের রাজ্যের ৬ জন যথাক্রমে সুপ্রভা বিশ্বাস, সুজাতা সেন রায়, পাপিয়া সাহা, মিতা চক্রবর্তী, শিল্পী দাস, পিঙ্কি পাল এবং বহিরাজ্যের ৪ জন যথাক্রমে ঈশিতা মণ্ডল, রঞ্জনা দাস, সাধনা দাস, শাশ্বতী সরকার। “লংতরাই গৃহিণী সম্মান -২০২২” স্বরূপ তাদেরকে আগামীকাল অর্থাৎ ২৪ নভেম্বর, ২০২৩ তারিখ সকাল ৯ টায় আগরতলাস্থিত মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ রাত্রি ৪ দিন মান্দারমনিসহ দীঘা ভ্রমণ শুরু হতে যাচ্ছে। উক্ত ভ্রমণের সময়কালে উনাদেরকে নিউ দীঘার ৪ তারা বিশিষ্ট হোটেল আভিয়াগামিতে থাকা, খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। এই ভ্রমণটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন যেমন করা হয়েছে তেমনি এই ১০ জন গৃহিণীদেরকে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপনেরও ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচীকে ঘিরে ১০ জন বিজয়ী গৃহিণী ছাড়াও রাজ্যের এবং বহিরাজ্যের সকল অংশের গৃহিণীদের মধ্যে এক দারুন উৎসাহ লক্ষ করা যায়। বৃহস্পতিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সংবাদটি জানিয়েছেন সংস্থার কর্ণধার রতন দেবনাথ মহোদয়। উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ ।