Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদফের গাঁজা বাজেয়াপ্ত তেলিয়ামুড়ায়। ঘটনা হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে বুধবার বিকেলে

ফের গাঁজা বাজেয়াপ্ত তেলিয়ামুড়ায়। ঘটনা হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে বুধবার বিকেলে

খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াই বাড়ি এলাকায় ভ্যাহিকেল চেকিং-এ বসে সন্দেহবশত TR01 C3660 নম্বরের একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে মোট চার প্যাকেটে ২০,৫০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয় অটো চালক চিত্ত সরকার সহ বহিঃ রাজ্যের ২ যুবক সূরজ কুমার ও রাজু সিং-কে। পাচারকারীদের তেলিয়ামুড়া থানার পুলিশ নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়।
এ প্রসঙ্গে ও.সি সুবির্মল বর্মন জানিয়েছেন,,, পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে গাঁজা গুলো আগরতলার দিক থেকে তেলিয়ামুড়া রেলস্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে রেল যুগে গাঁজা গুলো বহিঃ রাজ্যে পাচার করা হতো। কিন্তু তেলিয়ামুড়া থানা পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য