নেসু এর ডাকা ৩ ঘন্টার গন অবস্থান করলো আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে টিএসএফের পক্ষ থেকে এই তিন ঘন্টার ঘন অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই দিনের গণ অবস্থান মঞ্চে টিএস এফ সভাপতি বিশ্বকুমার দেববর্মা বলেন পাঁচ দফা দাবি কে কেন্দ্র করে এইগন অবস্থান দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সিটিজেন শিপ আমেন্ডমেন্ট বিল লাগু করতে হবে, রিফুজি চিহ্নিত করে বহিষ্কার করতে হবে, টিটি এডিসি খোমলুং এ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি কলেজ টেকনিক্যাল কলেজ স্থাপন করতে হবে, দুর্গম এলাকাতে আশপা ইমপ্লিমেন্ট বাতিল করতে হবে বলে জানান তিনি।



