ভারতবর্ষের কেন্দ্রীয় বিজেপি সরকার জনবিরোধী বিদ্যুৎ আইন সংসদে পেশ করেছেন দেশের আপা মোর জনসাধারণ এবং কৃষক সমাজ যখন তার বিরোধিতা করছে ঠিক সেই সময় দেখা গেল এই বিজেপি সরকার জনসাধারণের এবং কৃষক সমাজের দাবিকে উপেক্ষা করে তার চিন্তা কে দেশের বেশিরভাগ মানুষের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার এক ঘ্রিন্ন চক্রান্ত গত ৮ তারিখ কারা করলো তারই প্রতিবাদে এ আই কে কে এম এস ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে এর প্রতিবাদ কর্মসূচি পালন করেন আগরতলার বাধার ঘাট সংলগ্ন এলাকায়।এই দিন এই প্রতিবাদ সবাই উপস্থিত ছিলেন এ আই কে কে এম এস ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান বিদ্যুৎ আইন এই জনবিরোধী আইনের প্রতিবাদে তার প্রতিলিপি পুরানো হয় জনবিরোধী বিদ্যুৎ বিল জাতীয় জনগণের উপর জোর করে চাপিয়ে না দেওয়া হয় তার জন্য স্বেচ্ছার হওয়ার আবেদন রাখেন তিনি।



