শনিবার আগরতলার প্রেসক্লাবে অল এিপুরা কবাডি প্লেয়ার ইউনাইটেড এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে অল এিপুরা কবাডি প্লেয়ার ইউনাইটেড সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্যরা উপস্তিত ছিলেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে এিপুরা কাবাডি প্লেয়ারস ইউনাইটেড এর সাধারন সম্পাদক বলেন রাজ্যের কাবাডি খেলোয়াড়দের কে ডিপ্রাইভ করে বহি রাজ্যের কাবাডি খেলোয়াড়দের খেলানো হয়, এই বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় তখন এিপুরা কাবাডি প্লেয়াস ইউনাইটেড এর সদস্য, সদস্যারা বলে সব কিছু সভাপতি জানে এবং সমস্ত ফেডারেশন থেকে যা কিছু আসে সভাপতির মেইলে আছে। রাজ্যের কিন্তু ৬৯জন খেলোয়াড় কবাডি খেলার জন্য দল হরিয়ানায় যাবে তখন সভাপতি এই বিষয় নিয়ে কথা বলছেন না তাই সবাই মিলে সভাপতির সাথে দেখা করলে পরে সভাপতি বলে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়নি কিন্তু দিন এগিয়ে আসছে বলে জানান।



