বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্না দেব ভার্টি অভয়নগর এলাকায় ভোট প্রচারে বের হন সঙ্গে ছিলেন সংসদ সুস্মিতা দেব এবং সংসদ সায়নী ঘোষ সহ আরো অন্যান্য তৃনমুল কংগ্রেস এর কর্মী-সমর্থকরা। আগামী ২৩ শে জুন রাজ্যের চারটি বিধান সভা উপ নির্বাচন হতে চলছে আর তাকে নিয়েই সব রাজনৈতিক দল বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন তার থেকে বাদ যায়নি তৃণমূল কংগ্রেস ও এবার উপ ভোটে তৃনমুল কংগ্রেস চারটি বিধান সভাতেই প্রার্থী দিয়েছেন তাদের সমর্থনে কলকাতা থেকে হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রচার চালিয়ে যাচ্ছেন। বুধবার ৬ আগরতলা ভাটি অভয়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মান্নাদের জনগণের কাছে ভোট চান আগমনী ২৩ শে জুন ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন এই দিন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হলে বলেন জনসাধারণের কাছে যাচ্ছেন ভোট ভিক্ষা চাইতে এবং বিজিবি সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পরে একটা সিটিং সি এম কে এই ভাবে সরানো হয় না এটা বিজেপি স্বীকার করলো এবং তৃনমুল কংগ্রেস চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কাজ হয়েছে এিপুরাতে সুযোগ পেলে ত্রিপুরাতে উন্নত করবে জনগনে ভালো সারা পাওয়া যাচ্ছে কিন্তুু নির্বাচন কমিশনএর দায় ভদ্রতা থাকবে ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন করানোর জন্য আর ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন হলে বি জেপি হারবে বলে জানান তিনি।



