Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপাতাল কন্যা জমাতিয়া ,রামপদ জমাতিয়ার প্রতি ধিক্কার জানিয়ে রবিবার কৃষ্ণপুর এক প্রতিবাদ...

পাতাল কন্যা জমাতিয়া ,রামপদ জমাতিয়ার প্রতি ধিক্কার জানিয়ে রবিবার কৃষ্ণপুর এক প্রতিবাদ মিছিল সংঘটিত করে তিপ্রামথা

তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত মানিক্যকে রাজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার যে বক্তব্য ভাইরল হচ্ছে । সেই বক্তব্যের বিরোধিতায় পথে নামলো তিপ্রামথা। বুবাগ্রাকে অপমান করা হয়েছে অভিযোগে এবং গত সাত তারিখে তৈদু এলাকায় পুলিশের দ্বারা তিপ্রাসার মানুষ আহত হয় এরই প্রতিবাদ জানিয়ে পাতাল কন্যা জমাতিয়া ,রামপদ জমাতিয়ার প্রতি ধিক্কার জানিয়ে রবিবার কৃষ্ণপুর এক প্রতিবাদ মিছিল সংঘটিত করাহয় । তিপ্রা মথা কৃষ্ণপুর ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল ।চাকমা ঘাট বেরেজ সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু করে জাতীয় সড়ক সহ বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বেরেজ প্রাংগনে মিছিলটি সমাপ্ত হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে তিপ্রামথা দলের সমর্থক দের মুখে সাংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রী রামপদ জমাতিয়া এবং পাতাল কন্যা জমাতিয়া Go back স্লোগান শুনতে পাওয়াযায়। তাদের বক্তব্য ববাগ্রাকে অপমান করা হয়েছে। এর বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে রাজ্য ব্যাপি।উক্ত মিছিলে তিপ্রামথা, টি ডাব্লিউ এফ, এবং ওয়াই টি এফ কৃষ্ণপুর ব্লক কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য