রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে মহিলাদের দ্বারা পরিচালিত হবে এরকম দুটি পোলিং স্টেশন বাণী বিদ্যাপীঠ স্কুল ও রামনগর ৬ নংউচ্চ বুনিয়াদি বিদ্যালয় ঘুরে দেখেন। দুটি স্কুলে মোট চারটি ভোট কেন্দ্র খোলা হবে এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে তিনি বলেন এিপুরা উপভোট ২০২২ নির্বাচন দপ্তর এবং পশ্চিম এিপুরা জেলা প্রসাশনের তরফ থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছেন বাণী বিদ্যাপীঠ স্কুল ওরামনগর ৬ নংউচ্চ বুনিয়াদি বিদ্যালয় দুটি ভোট কেন্দ্র মহিলাদের দারা পরিচালিত হবে, ভোটাররা ভোট দিতে আসলে পরে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সবধরনের ব্যবস্থা করা হচ্ছে, ভোট দিগে গিয়ে যাতে কেউ দেখতে না পায় তার জন্যও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি



