রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের কাজ পরিদর্শনে এলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রাম পদ জমাতিয়া। মন্ত্রীর সাথে ছিলেন উপজাতি কল্যাণ দফতরের অধিকর্তা, তেলিয়ামুড়া মহকুমা শাসক, তেলিয়ামুড়া ব্লকের ভিডিও, মুঙ্গিয়াকামি ব্লকের ভিডিও সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রাম পদ জমাতিয়া প্রথমেই তেলিয়ামুড়া ব্লকে আসেন। তেলিয়ামুড়া ব্লকে আধিকারিকদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে মন্ত্রী তুইকর্মা চলে যান একলব্য স্কুলের জায়গা পরিদর্শনের জন্য। এই জায়গাটি পরিদর্শন করার পর মন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক দলটি করবং পাড়া চলে যান। সেখানে এলাকাবাসীদের পূর্ণচন্দ্র করবং পাড়ার এস.বি স্কুলে মন্ত্রী মতবিনিময় করেন এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে। কারণ, এই করবং পাড়া এলাকায় রাজ্যের ১৯ টি জনজাতি গোষ্ঠীর মধ্যে করবং জাতিদের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করা। এনিয়ে করবং জাতিগোষ্ঠীর মানুষজনদের সাথে বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ মন্ত্রীর মত বিনিময় হয়। এদিন মন্ত্রীর পরিদর্শনে আসা কে কেন্দ্র করে মানুষ জনদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।।



