সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ২৮ মে চন্দ্রনগর উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে চন্দ্রনগর পঞ্চায়েত অফিসে বিশ্ব ঋতুকালীন সুরক্ষা দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা বয়ঃসন্ধিকালীন কিশোরীদের ঋতুকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । উক্ত অনুষ্ঠানে এদিন একটি স্যানেটারি ন্যপকিন তৈরীর কারখানা উদ্বোধন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার মহকুমা শাসক বিশ্বশ্রী বি , সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরিজিৎ সিনহা এবং বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।