বিশালগড় মহকুমা হাসপাতালের এমসিএইচ ক্লিনিকে আজ রুটিন টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে ৩২ জন শিশু ও ৬ জন গর্ভবতী মাকে বিসিজি , আইপিভি , ওপিভি , পেন্টা , এমআর , জেই , টিডি , পিসিভি ও ডিপিটি টিকা দেওয়া হয়েছে । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এই সংবাদ জানানো হয়েছে ।