ড্রাগসের নেশায় আসক্ত পরবর্তী সময়ে চুরি এবং আর সেই চুরি সামগ্রী এলাকাবাসীদের কাছে বিক্রি। গাড়ি বোঝাই করে তেলিয়ামুড়া থানায় চুরির জিনিস সামগ্রী পুলিশের হাতে তুলে দিল চুরির জিনিসের ক্রেতারা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় শুক্রবার রাতে। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় বিগত কিছুদিন পূর্বে দাগি চোর নিতাই দে ওরফে পেট্রোল -কে স্থানীয় এলাকাবাসী একটি চুরির যাওয়ার টিভি সমেত তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। আর এরপরই শুরু হয় পুরীর সামগ্রী উদ্ধারের পুলিশি অভিযান। উদ্ধার হয় বিপুল পরিমান চুরি যাওয়া সামগ্রী। কিন্তু শুক্রবার রাতে আচমকাই রাজনগর এলাকা থেকে গাড়ি বুঝাই করে চুরির সামগ্রী তেলিয়ামুড়া থানায় এনে ফেরত দিয়ে যায় চুরি সামগ্রির ক্রেতারা। শুক্রবার গাড়ি বোঝাই করে রাজনগর এলাকা থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী টিভি, ওয়াটার মোটর, সোফা, খাট, কাঠের বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র সহ বৈদ্যুতিক বিভিন্ন সামগ্রী তেলিয়ামুড়া থানায় এনে পুলিশের কাছে দিয়ে যায়। লক্ষনীয় বিষয় হল এই সামগ্রী গুলির মধ্যে অনেক আসভাবপত্র ও রয়েছে। সন্দেহ করা হচ্ছে এই আসভাবপত্র এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী গুলি তেলিয়ামুড়া বড়মুড়া লজ থেকে চুরি যাওয়া সামগ্রী হতে পাড়ে। কারন বিগত কিছুদিন পূর্বে বড়মুড়া লজে, তেলিয়ামুড়া টাউন হল, ডি সি এম কোয়ার্টার ইত্যাদি জায়গা থেকে আসবাবপত্র সহ ইলেকট্রনিক সামগ্রী উধাও হওয়ার ঘটনা ঘটে ছিল।
এই বিষয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যে উদ্ধার করা সামগ্রী গুলোর মধ্যে চুরি যাওয়া বড়মুড়া টুরিস্ট লজ, টাউন হল এবং বিভিন্ন সরকারি অফিসের চুরি যাওয়া সামগ্রী রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন।।



