হরিগঙ্গা বসাক রোডস্থিত স্বর্ণকমল জুয়েলার্সে ” শুভ অক্ষয় তৃতীয়া ডেইলী লাকী ড্র এবং যোগা এ বিবের্তোদের হাতে পুরস্কার তুলে দেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নাগ মহাশয় । ডেইলি লাকী – ড্র বিজেতা পেয়েছেন 24 জন পেয়েছেন ২৭ টি সোনার কয়েন এবং মগা ড্র বিজেতা পেয়েছেন একটি বহুমূল্যের হীরের নেকলেশ সেট , সবশেষে স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা বাক্সীকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।



