Friday, December 19, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মলয় লোধ। সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক জানান, চলতি অর্থবছরে জেলার বিভিন্ন কৃষি মহকুমায় ৮,৫০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষের কাজ চলছে। এছাড়া এবছর রবি মরশুমে জেলার ১৭২৪ হেক্টর জমিতে বিভিন্ন ডাল শস্য, ১৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন ভোজ্য তৈলবীজ চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬০ হেক্টর জমিতে ডাল শস্য এবং ১৬৫ হেক্টর জমিতে ভোজ্য তৈলবীজ চাষের কাজ সম্পন্ন হয়েছে। বাকী জমিতেও চাষের কাজ চলছে। এবছরের আগস্ট মাসে জেলার ৫টি ধান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ১৬১১.৬৩৩ মেট্রিকটন ধান কেনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত কৃষি দপ্তরের উদ্যোগে জেলার ১৮৭৫ জন কৃষকের জমির মাটির গুণগতমান পরীক্ষা করা হয়েছে। ৮২৭২ জন কৃষকের জমি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতাভুক্ত করা হয়েছে। মৃত্তিকা সংরক্ষণ বিভাগের প্রতিনিধি সভায় জানান, চলতি বছরে এই বিভাগের উদ্যোগে জেলার হেজামারায় ৭৭.২৫ হেক্টর এবং মান্দাই ব্লক এলাকার ২৯.৪ হেক্টর জমিতে ফল বাগান করা হয়েছে। এছাড়া হেজামারা ও মান্দাই ব্লকের ৬০ জন কৃষকের ৬ হেক্টর জমিতে আলু চাষের কাজ চলছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা প্রতিনিধি সভায় জানান, চলতি বছরে মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনায় জেলার ৫০০ জনকে পোল্ট্রি ফার্ম প্রকল্পে, ৪১০ জনকে হাঁস পালন প্রকল্পে, ২২১ জনকে শুকর পালন প্রকল্পে এবং ২০৬ জনকে ছাগল পালন প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মৎস্য, জল সম্পদ ইত্যাদির দপ্তরের প্রতিনিধিগণও সভায় নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য