Tuesday, December 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকলমচৌড়া থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান গাঁজা বাগান ধ্বংস

কলমচৌড়া থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান গাঁজা বাগান ধ্বংস

বিশালগড় প্রতিনিধি। ২ ডিসেম্বর। রাজ্যের নেশার রমরমা প্রতিনিয়ত ভয়াবহতা পরিস্থিতি বিরাজমান।নেশা কারবারিরা অর্থের মুনাফা লোভে সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে। আর সেই মরনাশক নেশায় আশক্ত হয়ে মৃত্যুের মুখে পতিত হচ্চে যুব সমাজ। যার ফলস্বরূপ তৈরী হচ্চে নেশা মুক্তি কেন্দ্র। মরণাশক ইয়াবা, ফেন্সি, ড্রাগস, গাঁজা, নেশার প্রাদুরর্ভাব যদি দিন দিন এই ভাবে বৃদ্ধি পেতে যাকে,তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম বিলীন হয়ে যাবে তা বলার আর অপেক্ষা রাখে না।আবারও মঙ্গলবার ৭ ঘটিকায় থেকে দুপুর ২ ঘটিকায় পর্যন্ত, কলমচৌড়া থানার উদ্যোগে সিপাহীজলা জেলার অন্তগর্ত উওর কলমচৌড়া, এন জিসির,পশ্চিম ও উওর দক্ষিণ এবং পাষাণিয়ার সর্বমোট ৪৮টি প্লটে আনুমানিক ৫ লক্ষ অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়।আর নেশা বিরোধী অভিযানে ছিলেন, কলমচৌড়া এস আই বিশ্বেজিৎ দের্বরমার,অসীম দের্বরমাসহ বিশালসংখ্যক পুলিশ,টি এস আর,সি আর পি এফ বাহিনী। আগামীদিনে নেশা বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুপ দের্বরমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য