ইন্ডিয়ান অডিট এন্ড একাউন্টেন ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ১৬ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত এক সাপ্তাহিক ব্যাপী অডিট দিবস এন্ড অডিট উইক ২০২৫ উদযাপন করা হয়। আজ শেষ দিনে শহরে পদযাত্রা ও বৃক্ষ রোপনের মাধ্যমে এক সপ্তাহব্যাপী অডিট দিবস ও অডিট উইক সমাপ্তি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিপি ত্রিপুরা অনুরাগ, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গীত্তে, অডিট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল একাউন্টিং জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিংহ সহ অন্যান্যরা এদিন অডিট দপ্তরের কর্মচারীরা এই পদযাত্রাতে অংশগ্রহণ করেন পাশাপাশি বিক্ষোপণ অনুষ্ঠানে শামিল হলেন অতিথিরা।



