আগামী ২৭ নবেম্বর তিপ্রা মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার ডাকে জনজাতি জনগণের স্বার্থ রক্ষায় রাজ্যের রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ অর্থাৎ আস্তাবল ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই জনসভার সমর্থনে তিপ্রা মথা দলের উদ্যোগে এডিসির ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের ১৭টি ভিসি’কে নিয়ে লেম্বুছড়া সিপাই পাড়া থেকে বনিক্য চৌমুণী,পাটনী, এসরায় হয়ে রাজচন্তায় পর্যন্ত বিশাল বাইক রেলী সংগঠিত হয়। রেলীর নেতৃত্বে ছিলেন এডিসির পি ডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা,ব্লক প্রেসিডেন্ট দীপক দেববর্মা, ওয়াই টি এফ প্রেসিডেন্ট প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা।এই বাইক রেলী নিয়ে এডিসির মন্ত্রী রুনিয়েল দেব্বমা বলেন আগামী ২৭ তারিখ দলের সুপ্রিমো মহারাজার ডাকে আস্তাবল ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে,এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছাতে যাতে মানুষ সভায় অংশ নিতে পারেন তার সমর্থনে এই রেলী এবং সকল জনজাতি জনগণকে এই জনসভায় অংশ গ্রহণ করার আহ্বান রাখেন



