আয়তনের ছোট এবং আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ত্রিপুরাকে সব দিক দিয়ে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে সরকার ।বুধবার খয়েরপুরের আর কে নগরে সিজা হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।৯০০ কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, স্বাস্থ্য সচিব কিরন গিত্তে মনিপুরের সিজা হাসপাতালের এমডি সহ অন্যান্যরা।
বেশ কিছুদিন আগে জিবি হাসপাতালে মনিপুরের সিজা হাসপাতালে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সাফল্যের সাথে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করেন ।পরপর দুটি কিডনি প্রতিস্থাপন হয় জিবি হাসপাতালে ।যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে থাকবে।এই সিজা হাসপাতাল কর্তৃপক্ষই ৯০০ কোটি টাকার একটি স্বাস্থ্যপরিসেবা সংক্রান্ত প্রকল্প রাজ্যে শুরু করতে চায় ।রাজ্য সরকার তাদেরকে স্বাগত জানিয়ে আর কে নগরে জায়গা দান করে ।সেই জায়গায় বুধবার রাস পূর্ণিমার পূণ্যদিনে সিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।এর ভিত্তিপ্রস্হর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী ,রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সিজা হাসপাতালের এমডি সহ অন্যান্যরা ।মোট ৯০০ কোটি টাকায় ধাপে ধাপে এই হাসপাতাল গড়ে উঠবে ।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিনটি অবশ্যই একটি গর্বের দিন ।রাজ্যে সিজা হাসপাতাল কাজ শুরু করায় খুশি তিনি ।তিনি জানান, সিজা হাসপাতালের এই প্রকল্প রূপায়িত হলে নর্থ ইস্ট এর মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রাজ্যের যে শূন্যতা ছিল তা পূরণ হবে ।মুখ্যমন্ত্রী বলেন ,শুধু স্বাস্থ্য পরিষেবাতেই নয় ,শিক্ষা, ক্রীড়া ,পর্যটন সবদিকে ছোট রাজ্য হলেও ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার ।স্বচ্ছতার সাথে এই কাজ চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আড়াইশো কোটি টাকা মূল্যে সুপার স্পেশালিটি বিল্ডিং চালু হওয়ার পরও মানুষ চিকিৎসার জন্য বাইরে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,সুপার স্পেশালিটির উপর আর কি কি রয়েছে তা তার জানা নেই ।এরপরও কথায় কথায় রাজ্যের মানুষ চিকিৎসার জন্য বাইরে যাবেন তা ভাবতে অবাক লাগে বলে জানান মুখ্যমন্ত্রী।



