Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘন নীরব কমিশন, অসহায় মানুষ: অভিযোগ কংগ্রেসের

ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘন নীরব কমিশন, অসহায় মানুষ: অভিযোগ কংগ্রেসের

ত্রিপুরায় মানবাধিকার পরিস্থিতি ক্রমেই গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে। রাজ্যে শাসনভার গ্রহণের পর থেকে গত সাত বছরে বর্তমান সরকারের আমলে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও, রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা ও উদাসীন ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে নানা মহলে। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আইন, মানবাধিকার ও আরটিআই বিভাগের। এই উদ্বেগ থেকে কংগ্রেসের এই সেলের পক্ষ থেকে সোমবার একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেই সঙ্গে অভিযোগ করেছে যে, রাজ্যের মানবাধিকার কমিশন কার্যত তার অস্তিত্বের ন্যূনতম দায়িত্বও পালন করতে ব্যর্থ হয়েছে। স্মারকলিপিতে ২০২৪-২৫ অর্থবছরের একাধিক ভয়াবহ ঘটনার উল্লেখ রয়েছে, যা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং আইনশৃঙ্খলার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে বলে দাবী করা হয়। নারীর নিরাপত্তার বিষয় নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবী রাজ্য সরকারের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরায় ১৪৪টি ধর্ষণ, ৩১টি নারী হত্যার ঘটনা ঘটেছে। মোট ৯,৩০৮টি নারী-নির্যাতন সম্পর্কিত মামলা নথিভুক্ত হয়েছে জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এই পরিসংখ্যানই রাজ্যের নারীদের নিরাপত্তাহীনতার ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে বলেও জানান। ত্রিপুরায় সাংবাদিকদের ওপর হামলা এখন যেন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট প্রকাশ বা প্রশ্ন তোলার দায়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের অভিযোগ, “এই কমিশন আজ শাসকদলের হাতের পুতুলে পরিণত হয়েছে। তার নীরবতা অপরাধীদের সাহস জুগিয়েছে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য