বিশালগড়, শাহিনুর চৌধুরী। ২৬ অক্টোবর। আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে রবিবার দুপুরে বিশালগড় মহকুমা অন্তগর্ত অফিসটিলা নতুন টাউন হল ঘরে বিজেপি বিশালগড় মন্ডল আয়োজিত যুবমোর্চার মোর্চার সন্মেলন অনুষ্ঠিত হয়।আজকের যুবমোর্চার সম্মেলনে উপস্হিত ছিলেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক তথা এিপুরা প্রদেশ যুবমোর্চার সভাপতি সুশান্ত দেব,বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি তপন দাস,সহ যুবমোর্চা কর্মী ও নেতৃত্ববৃন্দ।আজকের যুব মোর্চার সন্মেলন এিপুরা প্রদেশ যুবমোর্চা সভাপতি তথা বিশালগড় বিজেপি বিধায়ক সুশান্ত দেব বলেন,২০১৮ এিপুরা বিধানসভার নির্বাচনে দীর্ঘ বাম শাসনের উৎখাত করা এবং এিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্টাতা যুবমোর্চার প্রত্যকটি কার্যকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রহেছে। প্রদেশ বিজেপি যুবমোর্চার সভাপতি আর বলেন,বিজেপি যুবমোর্চার কার্যকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।



