Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলদক্ষিন মধুপুর অঙ্গনওয়াড়িকেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সনাক্তকরণ শিবির

দক্ষিন মধুপুর অঙ্গনওয়াড়িকেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সনাক্তকরণ শিবির

সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার দক্ষিন মধুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ রাস্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে এক বিশেষ সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে ডা : সম্রাট দেববর্মা ও মেডিক্যাল টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৬৩ জন ছাত্র – ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন । এরমধ্যে ১ জনের চোখের রেটিনা সমস্যা এবং ১৩ জন ছাত্র – ছাত্রীদের সাধারন সর্দি , কাশি , পেটব্যথা ইত্যাদি সনাক্তকরন করা হয় এবং তাদের চিকিৎসা করে ঔষধ দেওয়া হয় । তাছাড়াও শিবিরে ১২-১৪ কোভিড -১৯ ভ্যাকসিনেশানের উপর গুরুত্ব আরোপ করা হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য