Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের আশ্রিত কিছু গুন্ডা বাহিনী দ্বারা খোয়াই সুভাষ পার্ক স্থিত সি...

বিজেপি দলের আশ্রিত কিছু গুন্ডা বাহিনী দ্বারা খোয়াই সুভাষ পার্ক স্থিত সি পি আই এম এর অঞ্চল অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই অক্টোবর……খোয়াই সুভাষ পার্ক স্থিত সি পি আই এম এর অঞ্চল অফিসে হামলা দুষ্কৃতীদের দ্বারা গত রবিবার গভীর রাতে।গত রবিবার গভীর রাতে বিজেপি দলের আশ্রিত কিছু দুষ্কৃতীকারি খোয়াই জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের সি পি আই এম দলের অঞ্চল কমিটির অফিসে হামলা চালায়।দুষ্কৃতীরা পার্টি অফিসের সামনে থাকা পতাকাসহ পতাকা দণ্ডটি ভেঙে ফেলে।নীচ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে পার্টি অফিসের ওপরের তলার ঘরের জানালার কাঁচ ভেঙে দেয়।অফিসঘরের দরজার তালা ভেঙে ফেলার চেষ্টা করে।কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে তালা খুলতে ব্যর্থ হয়ে পরে পার্টি অফিসের লাগোয়া একটি চায়ের স্টলের এগারোটি প্লাস্টিকের চেয়ার ভেঙে টুকরো টুকরো করে দেয়।ঘটনার খবর শুনেই পার্টির নেতা কানন দত্ত, মনোজ দাস, খোকন চক্রবর্তী , রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ছুটে আসেন আক্রান্ত পার্টি অফিসে।খবর দেওয়া হয় খোয়াই থানায়। সেই খবর সুনে ছুটে আসেন ও সি কৃষ্ণধন সরকার সহ অন্যান্য অফিসারেরা।পার্টির অঞ্চল কমিটির তরফ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে।পার্টির সুভাষপার্ক অঞ্চল কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শেষে রবিবার গভীর রাতে বিজেপি দলের কিছু আশ্রিত গুন্ডাবাহিনীর দ্বারা খোয়াই সুভাষ পার্ক স্থিত সি পি আই এম দলের অঞ্চল অফিসটিতে ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোব মিছিলটি প্রথমে সুভাষ পার্ক অঞ্চল অফিস থেকে শুরু করে নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে জিএবি রোড ধরে টিকে ডিকে রোড হয়ে বিবেকানন্দ চৌহমুনি হয়ে সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়। এবং সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই এই মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সম্পাদক মনোজ দাস, কানন দত্ত ,গৌতম পাল, সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য