শারদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে প্রদেশ বিজেপি ।এদিন বিজেপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।gst’র সংস্কার সাধন করে গরিব জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার জন্য এবং নবরাত্রির প্রথম দিনে রাজ্য সফরে এসে নতুন আঙ্গিকে সেজে ওঠা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী কে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন বিজেপি সভাপতি।
শারদ উৎসব ২০২৫ শুরু হয়ে গেছে ।শারদ উৎসব উপলক্ষে সকল অংশের রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।রবিবার বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ,রাজ্যের জাতি এবং জনজাতি সকল অংশের মানুষের সবচেয়ে বড় উৎসব হলো এই সারদ উৎসব ।এই উৎসব রাজ্য এবং রাজ্যবাসীকে আরো আলোকময় করে তুলক, মা দুর্গার কাছে এমনটাই প্রার্থনা করলেন তিনি ।প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,এই দূর্গা উৎসবে ত্রিপুরাকে পৃথক সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।নবরাত্রি শুরুর দিনেই সতীর ৫১ পীঠের অন্যতম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে নবকলেবরে সেজে ওঠা মন্দিরের উদ্বোধন করেছেন তিনি ।এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি। নবরাত্রির দিন থেকে দেশে জিএসটির সংস্কার সাধন করে গরিব ও দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ।এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কে নিয়ে রাজ্যের কোন এক প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়ার ও নিন্দা জানান তিনি ।প্রদেশ বিজেপি সভাপতি বলেন ,সমাজতন্ত্র নিয়ে সিপিএমের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না। প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,শারদ উৎসবের সময় রাজ্যের জনগণের সার্বিক কল্যাণে ৫০.৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী ।এর মধ্যে ১৪ টি পৌরসভা এবং ছয়টি নগর পঞ্চায়েতের উন্নয়নের জন্য ১২ কোটি টাকা মঞ্জুর করেছেন ।ছয়টি আর ডি ডিভিশনে পূর্বের অনুমোদিত কাজ দ্রুত সম্পন্নের জন্য ৯.২৮ কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী।