Tuesday, October 14, 2025
বাড়িখবররাজ্যআমাদের সভ্যতার বিকাশে নদীর ভূমিকা অপরিসীম : সমাজকল্যাণ মন্ত্রী

আমাদের সভ্যতার বিকাশে নদীর ভূমিকা অপরিসীম : সমাজকল্যাণ মন্ত্রী

আমাদের সভ্যতার বিকাশে নদীর ভূমিকা অপরিসীম। মনু নদী কেবল আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এই নদীর সঙ্গে এলাকার মানুষের এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। গতকাল মনুনদীর তীরে শ্রীরামপুর সেতুর নিচে এক নবনির্মিত ঘাটের উদ্বোধন করে একথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংঙ্কু রায়। এই ঘাটের নামে দেওয়া হয়েছে শতরূপা ঘাট। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সদস্য বিমল কর, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক বিপুল দাস, চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ প্রমুখ। সভাপতিত্ব করেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরী দাস। উদ্বোধনী অনুষ্ঠানের পর সমাজকল্যাণ মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ শতরূপা ঘাট প্রাঙ্গনে এক গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর এলাকার লোক শিল্পীদের মধ্যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, বাদ্যযন্ত্রের জন্য মোট ব্যয় হয়েছে ৭ লক্ষ্য ৭২ হাজার ৩২০ টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য