Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলপশ্চিম গণকি উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি

পশ্চিম গণকি উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি

খোয়াই জেলার অন্তর্গত চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন পশ্চিম গণকি উপস্বাস্থ্য কেন্দ্রে গত ৬ এপ্রিল এক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত টিকাকরণ কর্মসূচিতে তিনজন গর্ভবতী মা এবং ১৮ জন শিশুকে টিকাকরণ করা হয় । এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুর টিকাকরণের উপকারিতা , রক্তাল্পতা রোধে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , শিশু সঠিক বৃদ্ধিতে প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন । এছাড়া ম্যালেরিয়া , ডেঙ্গু , ডায়ারিয়া , যক্ষ্মারোগ এবং বিভিন্ন রোগ প্রতিরোধক বিষয় নিয়ে আলোচনা করা হয় । এই কর্মসূচিতে এমপিএস সুশীলা দেববর্মা , এমপিডব্লিও অর্পিতা দে এবং এলাকার আশাকর্মীরা উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেক এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য