আধুনিক ত্রিপুরার রুপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার। মঙ্গলবার মহারাজার ১৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগতলা পৌর নিগমের উদ্যোগে কামান চৌমুহনীর জিরো পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
আধুনিক ত্রিপুরার রূপাকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মঙ্গলবার ১১৭ তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে মহারাজাকে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার কামান চৌমুহনীরস্হিত জিরো পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।এছাড়াও উপস্হিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী, আগরতলা পৌর নিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা ।এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ,আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ।রাজ্যের সার্বিক উন্নয়নই মহারাজার মূল স্বপ্ন ছিল। বিগত কোন সরকারের আমলেই মহারাজার এই স্বপ্ন বাস্তবায়নে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি ।বর্তমান রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলছে।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।