Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যখোয়াই জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞের একটি দল সফলতার সাথে ৬৫ বছরের এক...

খোয়াই জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞের একটি দল সফলতার সাথে ৬৫ বছরের এক মহিলার হিপ জয়েন্ট প্রতিস্থাপন করেন।যা এক যুগান্তকারী ঘটনা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই আগষ্ট…..খোয়াই জেলা হাসপাতালে সোমবার সকালে প্রথমবারের মতো ছোট্ট পরিধিতে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দেখাল খোয়াই জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞের একটি দল। ৬৫ বছরের এক বৃদ্ধ মহিলার হিপ জয়েন্ট প্রতিস্থাপন করেন সফলতার সাথে। গোটা অপারেশন টি খোয়াই জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারে হয়েছে যা অনেকটাই তাক লাগানোর মত ঘটনা। এই অপারেশনের বিষয়ে বিবরণ দিতে গিয়ে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং খোয়াইয়ের সংবাদ প্রতিনিধিদের জানান সোমবার সকালে খোয়াই জেলা হাসপাতালে এই প্রথম কোন এক রোগির হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় সফলতার সাথে। মেডিকেল সুপার জানান কাজল দেবনাথ নামে ৬৫ বছরের এক মহিলা খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর এলাকার বাসিন্দা। গত কিছুদিন আগে কোন এক দুর্ঘটনার কারণে ওই মহিলার হিপ জয়েন্ট ভেঙ্গে যায়। এ নিয়ে জিবি পি হাসপাতাল পর্যন্ত দৌড়ঝাঁপ করে কিন্তু সেখানে সময়ের কারণে সঠিকভাবে চিকিৎসা হয়ে ওঠেনি। শেষে ৯ ই আগস্ট খোয়াই জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করলে তারা সেই মহিলার হিপ জয়েন্ট প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দেন। যথারীতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় এক ঘন্টার মধ্যে এই মহিলার হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে ফেলেন তাও সফলতার সাথে। খোয়াই জেলা হাসপাতালে এই ধরনের অপারেশনের ক্ষেত্রে প্রথমবারের মতো অপারেশনের কালে খোয়াই জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন অস্থি বিশেষজ্ঞ অর্থাৎ সার্জেন্ট ডঃ অমন দেববর্মা, ডঃ বিশ্বজিৎ দেববর্মা, নার্সিং অফিসার তৃণময় দেববর্মা, সিস্টার শ্যামলী দেববর্মা, জি এ ডি কর্মী অরিন্দম নম, ওটি অ্যাসিস্ট্যান্ট শান্ত কুমার ত্রিপুরা সহ খোয়াই জেলা হাসপাতালের অন্যান্য সিস্টার রা। এই বিষয়ে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং বলেন রাজ্য সরকার এবং খোয়াই জেলাশাসকের সার্বিক সহযোগিতায় এবং জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ সহ অন্যান্য কর্মীদের সহযোগিতায় খোয়াই জেলা হাসপাতালে এই প্রথম হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় তাও সফলতার সাথে। তাই তিনি রাজ্য সরকার এবং জেলা শাসক কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে এই ধরনের প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকাও ছিল অকল্পনীয়। সব থেকে বড় বিষয় খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার পদে আসীন হওয়ার পর ডঃ শরদিন্দু রিয়াং চেষ্টা চালিয়ে যাচ্ছেন খোয়াই জেলা হাসপাতালকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো উনি যে খোয়াই জেলা হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা প্রদানে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন উনার কাজে কর্মে বেশ পরিলক্ষিত হয়। কিন্তু খোয়াই বাসি আদো তা লক্ষ করেন কিনা সেটা বড় বিষয় না।একজন মেডিকেল সুপার খোয়াই জেলা হাসপাতালের দায়িত্ব পাওয়ার পরও এতসব অফিসিয়াল কাজকর্ম করার পরও নিয়মিত খোয়াই জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগ ও বহির্বিভাগে পালা করে রোগী দেখেন। অবশ্য খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পূর্ণ জনগণ সাধুবাদ জ্ঞাপন করতে কোন কৃপণতা করেন না। তবে আশা করা যাচ্ছে এইরকম তাক লাগানো কিছু কর্মকাণ্ড খোয়াই জেলা হাসপাতালে আগামী দিনও ঘটতে চলেছে বলে জানান মেডিকেল সুপার ডক্টর শরদিন্দু রিয়াং।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য