Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইল৪ ঠা এপ্রিল চৈত্র নবরাত্রির তৃতীয় দিন,আজকের দিনে আরাধনা হয় মা নব...

৪ ঠা এপ্রিল চৈত্র নবরাত্রির তৃতীয় দিন,আজকের দিনে আরাধনা হয় মা নব দূর্গার চন্দ্রঘন্টা রূপের

দেবী চন্দ্রঘণ্টা দেবী পার্বতীর তৃতীয় রূপ। দেবী চন্দ্রঘণ্টার পূজা নব রাত্রির তৃতীয় দিনে হয়। তিনি হিমালয় কন্যা শিবের স্ত্রী। শিব পার্বতীর বিবাহের সময় তারকাসুর বিবাহ রোধ করতে পিশাচ, দৈত,দানব, প্রেত কে প্রেরণ করে বিবাহ কে নির্বিঘ্ন করতে দেবী পার্বতী অষ্টভূজা বাঘ বাহিনী রূপে আবির্ভূত হন ও চন্দ্র সম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত ভুত প্রেত তারণ করেন। নব রাত্রির তৃতীয় দিনে এই দেবীর পুজো করলে দেবী সাধকের সকল দুর্গতি, বিঘ্ন নাশ করেন।আরেক মতে শিব বিবাহ কালে চন্ড রূপ ধারণ করলে তাকে দেখে মেনকা মূর্ছা জান তখন দেবী পার্বতী শিবের এই রূপের প্রত্যুত্তরে চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন। দেবীর এই যোদ্ধা রূপ দেখে শিব ভিত হন ও চন্ড রূপ ত্যাগ করে বিবাহের জন্যে অপূর্ব বস্ত্র পরিধান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য