Sunday, August 3, 2025
বাড়িখবররাজ্যঅটো রিক্সা ইউনিয়নকে আবারও সংঘটিত করা হবে: অমল চক্রবর্তী

অটো রিক্সা ইউনিয়নকে আবারও সংঘটিত করা হবে: অমল চক্রবর্তী

বামফ্রন্ট সমর্থিত ত্রিপুরা অটো রিক্সা ইউনিয়নের ৩২ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। রাজধানী আগরতলার অফিস লেন এলাকার সি আই টি ইউ অফিসে ত্রিপুরা অটো রিক্সা ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসের উদযাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অটোরিকশা ইউনিয়ন, ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব থেকে শুরু করে এই শ্রমিক সংগঠনগুলোর সদস্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রমিক নেতা অমল চক্রবর্তী বলেন, মানুষের সুবিধার কথা চিন্তা করে ১৯৯৩ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এর পরবর্তী সময়ে নানা চড়াই উতরায় বেরিয়ে সংগঠনটি ৩২ বছর সম্পূর্ণ করল। এই সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলছে সংগঠনটি। বর্তমানে ক্ষমতাসীন দলের আগ্রাসনের ফলে শ্রমিক সংগঠনটি সঠিকভাবে কাজ করতে পারছে না। তবে আগামী দিনে যাতে এই সংগঠনকে আরো মজবুত ও শক্তিশালী করা যায় তার জন্য নিজেদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগে যারা এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন পরিস্থিতির কারণে এখন তারা চুপ হয়ে রয়েছেন তাদেরকে আবার সংগঠনে নিয়ে আসতে হবে। নতুন করে সংগঠনে লোকজন নিয়ে আসতে হবে। আগামী দিনে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রক্তদান সম্মেলন ইত্যাদির আয়োজন করা হবে। ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যায় দুর্গত শ্রমিক সংগঠনগুলির সদস্যদের পরিবারের জন্য কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য